স্টাফ রির্পোটার
সৌরাব আলি সাংবাদিক।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-5, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল গত ২০ মার্চ ২০২৩ তারিখ রাত্রী-০৮:৪৫ ঘটিকায় রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন বেলপুকুর রেলক্রসিং নামক এলাকায় অপারেশন পরিচালনা করে |
উক্ত অভিযানে, ওয়ান শুটারগান- ০৪টি, ফেন্সিডিল-০১ বোতল, মোটর সাইকেল-০১টি, নগদ-৮০০০/-টাকা উদ্ধার করেন এবং আসামী মোঃ রেজাউল করিম (৩৮), পিতা-মৃত সেকেন্দার আলী, সাং- হাঁসবাড়িয়া, আবু রায়হান @ তোঁতা (৩০), পিতা-মৃত আবুল কাশেম, সাং-শেরপাড়া, উভয় থানা-লালপুর, জেলা-নাটোর‘কে গ্রেফতার করে।ধৃত অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
RAB-কে তথ্য দিয়ে সহায়তা করুন
অবৈধ অস্ত্র ও মাদক মুক্ত সমাজ গড়ুন।
Leave a Reply