মো মিজানুর রহমান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ করছে বাংলাদেশ ছাত্রলীগ। শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকাল তিনটায় এই ছাত্রসমাবেশ শুরু হয়। এই সমাবেশে অংশ নিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মী।
জেলা ছাত্রলীগের সভাপতি ডাঃসাঈদ জামান আনন্দ ও সাধারণ সম্পাদক মো আশিকুজ্জামান আশিক নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী আসেন স্মরণকালের সর্ববৃহৎ মহাসমাবেশে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তরুণদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সমাবেশে মধ্য দিয়ে তারুণ্যের অভিযাত্রা আওয়ামী লীগকে বিজয়ের বন্দরে নিয়ে যাবে বলে আশা দলের নেতা-কর্মীদের।
স্মরণকালের সবচেয়ে বড় এই সমাবেশে সারাদেশ থেকে অন্তত পাঁচ লক্ষাধিক শিক্ষার্থী যোগ দিয়েছে বলে দাবি ছাত্রলীগের। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে জয়ী করতে এই ছাত্র সমাবেশের মধ্য দিয়ে নতুন শপথ নেবে ছাত্রলীগ
Leave a Reply