স্টাফ রিপোর্টার
সোহরাব আহামেদ
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মডেলের ৮৫ টি ভারতীয় মোবাইল ফোন ১ বোতল ভারতীয় মদ, ৩টি ভারতীয় ট্রাক এবং ১৬২.৪২২ টন ভারতীয় পাথর আটক করেছে টাস্কফোর্স। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে ৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়ন এই তথ্য জানিয়েছে।
রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া ওই প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানান, নিজস্ব গোয়েন্দা সূত্রে জানা যায় শনিবার দুপুর দেড়টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতীয় পাথরবাহী ট্রাকে বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় মোবাইল ফোন পাচার হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পরিপ্রেক্ষিতে ৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি বিশেষ টহল দল সোনামসজিদ কোম্পানি কমান্ডার সুবেদার মো. কেরামত আলী এবং সোনামসজিদ স্থলবন্দর ডেপুটি কাস্টমস কমিশনার প্রভাত কুমার সিংহ, সহকারী কর্মকর্তা শ্রী তপন কান্তি, সহকারী কর্মকর্তা সহদেব সরকার, রাজস্ব কর্মকর্তা মো. হাবিবুল ইসলাম ও সহকারী কর্মকর্তা এসএম সাঈমের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স সোনামসজিদ স্থলবন্দরের ৪নং গেট এলাকায় ৩টি ভারতীয় ট্রাকে তল্লাশি করা হয়। তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় বিভিন্ন মডেলের ৮৫টি ভারতীয় মোবাইল ফোন ১ বোতল ভারতীয় মদ, ৩টি ভারতীয় ট্রাক ও ১৬২.৪২২ টন ভারতীয় পাথর আটক করতে সক্ষম হয়।
রহনপুর ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, মাদক ও ভারতীয় পণ্য চোরাচালান দমনে বিজিবি কাস্টমস এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী একসাথে কাজ করবে।
Leave a Reply