এসএম রুবেল ক্রাইম রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ থেকে।।
নির্বাচনের রাতেই পুড়িয়ে ফেলা অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করে সদর মডেল থানা
গত ৭ তারিখে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার আওতাধীন,মহাডাঙ্গায় এক অজ্ঞাত মহিলাকে হত্যার পর আগুনে পুড়িয়ে দেয়ার ঘটনায় শুরু করে অভিযুক্ত ব্যক্তিদের ধরতে সদর মডেল থানা পুলিশের গোয়েন্দারী নজর চালিয়ে ২৪ ঘন্টার মধ্যে ধরতে বিশেষ তৎপরতা।
অবশেষে ২৪ ঘন্টার আগেই সদর মডেল থানা পুলিশের হাতে চার জন হত্যাকান্ডের স্বীকারোক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করেন।
এদিকে হত্যাকান্ডের পরিকল্পনার মূল হোতা (১) শরিফুল ইসলাম,সহ সরাসরি কিলিং মিশনে অংশগ্রহণকারী( ২)পারভীন,(৩) আয়েশা বেগম,(৪) লেতুন জেরা সহ তাদের গ্রেপ্তার করতে সক্ষম হন। তবে তাদের পরিকল্পনা অনুযায়ী,হত্যাকান্ডে ব্যবহৃিত হাসুয়া সহ অন্যান্য আলামত তাদের নিকট হতে উদ্ধার করা হয়। এছাড়াও বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদানে স্বীকারিক্ত দেন তারা,স্বীকার মূলে সুদের টাকা লেনদেনকে কেন্দ্র করে জোট পরামর্শ পরিকল্পিতভাবে ডিসিষ্ট স্বপ্না আক্তার জেসমিনকে,মাঠে নিয়ে গিয়ে নৃশংসভাবে হত্যা করেন। এমতাবস্থায় হত্যার পরবর্তীতে তাকে যেন কেউ চিনতে না পারে সেই কৌশল কাজে লাগিয়ে তার দেহের আলামত বিনষ্ট করে তাকে পেট্রোল দিয়ে পুড়িয়ে দেয়।
এ বিষয়ে জানতে চাইলে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিন্টু রহমান বলেন,ঘটনার পর-পর থেকেই হত্যাকাণ্ডের জড়িতদের ধরতে আমরা বিশেষ তৎপরতা চালিয়ে ঘটনার মূল আসামি সহ চার জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করি।
Leave a Reply