গোয়েন্দা সূত্রে জানতে পারে ৫৯ বিজিবির চৌকস ব্যাটেলিয়ান যে আনুমানিক বিকাল ৫ ঘটিকা থেকে রাত ৮ টার মধ্যে সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সোনাপুর রাস্তা দিয়ে অস্ত্র চোরাচালানের সম্ভাবনা ঘটনা ঘটতে পারে চোরাকারবারিদের এমতাবস্থায়ী
এপ্রেক্ষিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া এর পরিকল্পনা ও নির্দেশনায় সোনামসজিদ বিওপির নায়েক মোঃ সাখাওয়াত হোসেন এর নেতৃত্বে একটি চৌকষ টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫/এমপি হতে ০২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহবাজপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের রাস্তার উপর যানবাহন তল্লাশীর কার্যক্রম চরম মতদ্বৈধতা শুরু করে। অতঃপর তল্লাশীর একপর্যায়ে আনুমানিক ৬.৩০ ঘটিকায় অন্যান্য যাত্রীসহ ভ্যান গাড়িতে থাকা এক যুবক হাতে ব্যাগ নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে টহল দল তাকে ঘিরে আটক করে। আটককৃত মোঃ শিহাব(২০),পিতা-মোঃ মনিরুল ইসলাম, গ্রাম-সোনাপুর,পোষ্ট-সোনামসজিদ, থানা-শিবগঞ্জ,জেলা-চাঁপাইনবাবগঞ্জ এর ব্যাগ তল্লাশি করে বই এর ভিতরে অভিনব কায়দায় (বহনকৃত) ০১ টি বিদেশী পিস্তল, ০৬ রাউন্ড গুলি এবং ০২ টি ম্যাগাজিন পাওয়া যায়। আটককৃত আসামী,বিদেশী অস্ত্র,গুলি এবং ম্যাগাজিন মামলা করতঃ শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। পরে শিবগঞ্জ থানায় হস্তান্তর।
রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) গত ০৭ মাসে সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে ০৮ জন আসামীসহ ১১টি দেশী বিদেশী পিস্তল,৪৫ রাউন্ড গুলি এবং ১৫ টি ম্যাগাজিন আটক করতে সক্ষম হয়েছে।
রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন,অস্ত্র,গোলাবারুদ, মাদক এবং চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।৫৯ বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে তা জানানো হয়।
এদিকে রবিবার সকালে ৫৯ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ৫৯ বিজিরি অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া
এসময় তিনি বলেন,বিজিবি সীমান্ত এলাকায় মাদক ও অস্ত্রসহ চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কাজ করছে শুধু তাই নয় দেশ রক্ষার্থে আমরা সর্বোচ্চ ভূমিকা রেখে এগিয়ে যাবো,আমাদের ৫৯ বিজিবি ব্যাটেলিয়ান সর্বক্ষণ বর্ডার ক্রস মহড়ায় অটল রয়েছেন।
সেখানকার কয়েকজন স্থানীয় গ্রামের লোকজন বলছেন ৫৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া যোগদানের পর পর থেকেই চোরা চালান চোরাকারবারিদের ধরতে তাদের সর্বোচ্চ ভূমিকা আমরা দেখতে পাচ্ছি।
Leave a Reply