গাইবান্ধা সাঘাটা উপজেলার কৃন্তিসন্তান সাবেক সদস্য,বাংলাদেশ ছাত্রলীগ,কেন্দ্রীয় নির্বাহী সংসদ মোঃ ইমন মিয়া। ছামিউলের কাছে রিকোয়েস্টে তার নিজ অঞ্চলের মানুষের নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিতের লক্ষে অসহায় গরীব (৩১) টি পরিবারের মাঝে পর্যায়ক্রমে টিউবওয়েল বিভিন্ন সংগঠনের মাধ্যমে বিতরণ করেন-সাবেক সদস্য-বাংলাদেশ ছাত্রলীগ,ঢাকা মহানগর উত্তর ও বিমানবন্দর থানা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক, মোঃ ছামিউল বাসির। গরীর অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে মোঃ ছামিউল বাসির সে বলে আমি নেতা হয়তে আসিনি রাজনীতি করতে আসছি মানুষের সেবা করার জন্য তাদের পাশ্বে দাঁড়ানোর জন্য অসহায় মানুষের মুখে হাসিঁ ফুটানোর জন্য কাজ করে যাবো,এলাকার মানুষের মঙ্গলের ও উন্নয়নের জন্য। আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেনো সবসময় মানুষের পাশ্বে থাকে তাদের সাথে কাঁদে কাদ মিলে কাজ করে যাইতে পারি।
Leave a Reply