নিজস্ব প্রতিবেদকঃ
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশ ও প্রবাসের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সাঘাটা উপজেলার বসুন্ধরা শুভসংঘের সাধারণ সম্পাদক ও সাবেক সদস্য, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের, গাইবান্ধা জেলা শাখার- মোঃ ইউসুফ মিয়া।
শুভেচ্ছা বার্তায় ইউসুফ মিয়া জানান, মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে এক স্বর্গীয় শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে এই ঈদুল ফিতর। ঈদুল ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভ্রাতৃত্ববোধ উদ্বুদ্ধ করে। সমাজের সর্বত্র সম্প্রীতি ও উৎসবের বার্তা ছড়িয়ে দেয়।
ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্তে ভেদাভেদ ভুলে সকলকে ঈদের আনন্দে নিজেদের ভাগ করে নিতে হবে। পবিত্র ঈদুল ফিতরের মহিমান্বিত আহ্বানে শান্তি ও সাম্যে পুলকিত হবে বিশ্ব এ সমাজ।
বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ন সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করার আহবান জানান মোঃ ইউসুফ মিয়া, ছাত্রলীগ নেতা সাঘাটা উপজেলা শাখা।
Leave a Reply