মো মিজানুর রহমান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
শিবগঞ্জ উপজেলার গোয়াবাড়ি চাঁদপুর বাজার দাঁড়া মসজিদ মোড় বিসি রোড হইতে আরগাড়া হাট পর্যন্ত এক কিলোমিটার পাকা রাস্তার কাজের শুভ উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য ৪৩ চাঁপাইনবাবগঞ্জ ১ ডা সামিল উদ্দিন আহমেদ শিমুল, উক্ত রাস্তা নির্মাণ কাজের ব্যয় ধরা হয়েছে ৭৩ লাখ ৯৬ হাজার টাকা। সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের সংসদ সদস্য ডা সামিল উদ্দিন আহমেদ শিমুল বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন। তারই সুযোগ্য কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কল্যাণে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন। তাই একজন কর্মী হিসেবে এই এলাকার উন্নয়নের কাজ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোবারকপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি মোঃ নুরুল হুদা, সঞ্চালনা করেন মোবারকপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম রবি,উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল আলম টিয়া, উপজেলা প্রকৌশলী মোঃ হারুন আর রশিদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা শিউলি বেগম, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল হক, উপজেলা বাংলাদেশ মানবাধিকার কমিশনের সহ-সভাপতি মোঃ আবুল বারাকাত ফয়েজ আহমেদ, মোবারকপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি মোঃ নুরুল ইসলাম, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply