মো মিজানুর রহমান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
শিবগঞ্জ পৌরসভার অভ্যন্তর দিয়ে রসুলপুর-শেখটোলা-স্টেডিয়াম-কারবালা-হাসপাতাল-উপজেলা পরিষদ-পাইলিং মোড় দিয়ে সড়ক ও জনপদের যে সড়কটি রয়েছে তা দিয়ে প্রতিদিন হাজারও যানবাহন ও পথচারি চলাচল করে। এ সড়কের মনাকষা মোড়টি অন্যতম প্রাণকেন্দ্র হওয়ায় এখানে প্রতিদিন তীব্র যানজট সৃষ্টি হয়। এ যানজটের কারণ অনুসন্ধান করতে গিয়ে দেখা যায় অপরিকল্পিত দোকান-পাট, রেস্তোরা, ওয়ার্কশপ ইত্যাদি পৌরসভার অনুমোদনের তোয়াক্কা না করে নির্মাণ করা হয়েছে। নানা রকম প্রভাবশালী ব্যক্তি প্রভাব খাটিয়ে সড়কের জায়গা দখল করে রেস্তোরার চুলা নির্মাণ করেছে। সড়কের উপরে যত্রতত্র অটো, সিএনজি, মাহেন্দ্রা, ভুটভুটি পার্কিং করা হয় প্রতিদিনই। এ মোড়টি যানজট মুক্ত রাখতে পৌরসভা থেকে প্রতিদিন ২ শিফ্ট-এ ১০জন করে পৌর ট্রাফিক মোতায়েন করা হয়। মাঝে মাঝেই সিএনজি, অটো চালকরা পৌর ট্রাফিকের সাথে বিবাদে লিপ্ত হয়।
শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলামকে মুঠোফোনে জিজ্ঞেস করলে তিনি জানান- সড়কটির প্রস্থ প্রয়োজনের তুলনায় খুবই সংকীর্ণ। প্রয়োজন সড়কটি প্রশস্ত করা দরকার। সড়কটি জনপদের হওয়ায় পৌরসভা সড়কটি প্রশস্ত করার ক্ষমতা রাখে না। এ ব্যাপারে তিনি সড়ক ও জনপদের চাঁপাই নবাবগঞ্জ জেলায় দায়িত্বরত নির্বাহী প্রকৌশলীকে বহুবার অনুরোধ করলেও তিনি কর্ণপাত করছেন না। জেলা উন্নয়ন সমন্বয় সভায় তুলে ধরলেও কোন কাজ হয়নি। তবে জন গুরুত্বপূর্ণ সড়কটি প্রশস্ত করা অতীব জরুরি।
এ বিষয়ে পুলিশ ও আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের কোন ভূমিকা নজরে পড়েনি। মোড়টিতে পুলিশের টহল ও আইন প্রয়োগকারী সংস্থা মাঝে মাঝে মোবাইল কোর্ট পরিচালনা করলে অবৈধ স্থাপনা অপসারণ এবং রাস্তার উপর অটো, সিএনজি, মাহেন্দ্রা, ভুটভুটি দাঁড়িয়ে থাকা ও যাত্রী উঠানামা রোধ করতে পারলে মোড়টি যানজট মুক্ত ও মানুষের চলাচল নির্বিঘ্ন হবে বলে সচেতন নাগরিকদের অভিমত।
Leave a Reply