মো মিজানুর রহমান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
উদ্বোধন পর ফলক উম্মোচন ও মোনাজাত করা হয়।
নিজস্ব প্রতিবেদন: শিবগঞ্জ পৌর এলাকার জগনাথপুর হতে তত্তিপুর ব্রিজ পর্যন্ত আর সিসি পাকা রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকাল ৪:০০ টায় শিবগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ মনিরুল ইসলাম ফলক উম্মোচনের মধ্যদিয়ে নির্মাণ কাজের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নজরুল, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো আবু আহমদ নজমুল কবির মুক্তা,ও সাধারণ সম্পাদক মো আতিকুল ইসলাম টুটুল খান, শিবগঞ্জ পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শ্রী প্রশান্ত কুমার দাস, ও সাধারণ সম্পাদক মো গোলাম কিবরিয়া , ফলক উন্মোচন ও আলোচনা সভা সভাপতিত্ব করেন ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মো আজিজুল ইসলাম আজু সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ে ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শিবগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ মনিরুল ইসলাম বলেন, সরকার দেশের উন্নয়নে একদিকে যেমন বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন করেছে। একইভাবে গ্রামীণে মানুষের উন্নয়নে রাস্তাঘাট, ব্রীজ-কালভার্ট, মসজিদ-মাদ্রাসার অবকাঠামো উন্নয়ন করেছে। এসব উন্নয়নের ধারাবাহিকতার জন্য আওয়ামী লীগের নৌকা মার্কায় আবারো ভোট দিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
Leave a Reply