মোঃ মিজানুর রহমান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
“স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শিবগঞ্জ উপজেলা পালিত হয়েছে জাতীয় স্থানীয় সরকার দিবস।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা
প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা সহকারী ভূমি অফিসার মোঃ জুবায়ের হোসেন, শিবগঞ্জ উপজেলা প্রকৌশলী এলজিইডি মো জাবের আলী , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো গোলাম কিবরিয়া, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার শাহাদাত হোসেন, উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ মনিরুল ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, জাতীয় স্থানীয় সরকার দিবস পালনের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে বর্তমান জনগণের জন্যে সেবা প্রদান কার্যক্রম আরও গতিশীল হবে এবং সেবা প্রদানের পদ্ধতি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি পাবে, সেবার পরিধিতে গতি সঞ্চার হবে, স্থানীয় সরকার ব্যবস্থায় দলগত প্রচেষ্টা আরও জোরদার হবে।
Leave a Reply