চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্পার্ক ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইন্টারন্যাশনাল কোম্পানী লিমিটেডের উত্তরবঙ্গ এরিয়ার ডিপোর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর বাজার চত্বরে ডিপো উদ্বোধন উপলক্ষে স্থানীয় ইলেকট্রিক্যাল ব্যবসায়ী ও মেকানিকদের নিয়ে কনফারেন্স অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী ও কনফারেন্সে উত্তরবঙ্গ এরিয়ার ডিপোর প্রোঃ মো:সেলিম রেজার সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন, বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ রুহুল আমিন, বিনোদপুর ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জামিল উদ্দিন, স্পার্ক ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইন্টারন্যাশনাল কোম্পানী লিমিটেডের জেনারেল ম্যানেজার (জিএম) মো. আতিকুর রহমান, এইচ আর এডমিড মো. নাদিম মাহম্মুদ, ময়মনসিংহ বিভাগের ডিএসএম সাকিব আহমেদ, রংপুর বিভাগের ডিএসএম জাহিদ হাসান, রাজশাহী বিভাগের ডিএসএম আব্দুল মতিন, রাজশাহী জেলার আরএসএম মো. মাহাফুজ রহমান, আর এসএম (রংপুর) ফেরদৌস আলম রাজিব।
সঞ্চালনা করেন : প্রভাষক মোহাঃ আল মুর্শেদ এর সঞ্চালনায় কনফারেন্সে উপস্থিত ছিলেন, বিনোদপুর ইউনিয়ন শাখা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম (ডুডু), সাধারণ সম্পাদক এইচ এম ইসমাইল, সাংগঠনিক সম্পাদক মো. মাহাবুব হাসান লিটন, সাবেক ছাত্রনেতা বেনজির আহমেদ, আব্দুর রশিদ বিশিষ্ট সমাজ সেবক রবিউল ইসলাম রবু সহ স্থানীয় নেতাকর্মীগণ। উদ্বোধনী
সভায় কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন মাওলনা এইচ এম ইব্রাহিম খলিল সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
Leave a Reply