মো মিজানুর রহমান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
শিবগঞ্জে স্থানীয় সরকার দিবস’২৩ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্বেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো আরিফুল ইসলাম , উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, শিবগঞ্জ থানা ইনচার্জ মো জুবায়ের হোসেন,সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ থেকে আগত উপকারভোগীগন, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আগামী ১৭, ১৮ ও ১৯ সেপ্টেম্বর ৩ দিনব্যাপী প্রত্যহ সকাল ৯টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় সরকার দিবস মেলা অনুষ্ঠানে সিদ্ধান্ত নেয়া হয়।
Leave a Reply