শিবগঞ্জে নাজমুল আলম উজ্জল (৩৮) নামে ছয় মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তি উপজেলার মনাকষা ইউনিয়নের সাত রশিয়া গ্রামের মৃত বদিউজ্জামানের ছেলে। সোমবার (৩ এপ্রিল) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে রোববার রাতে মনাকষা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শিবগঞ্জ থানার উপপরিদর্শক ইন্দ্রজিৎ বর্মন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে মনাকষা বাজারে অভিযান চালিয়ে উজ্জলকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সিআর ১৬৬/২০ মামলায় গ্রেপ্তারী পরোয়ানা ছিল। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। সোমবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply