আহসান হাবীব, রনি (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন বিষয়াদি নিয়ে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, এনজিও’র প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীদের অবহিতকরণ সভা হয়েছে। বুধবার সকালে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়ন পরিষদের হল রুমে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন, মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহামুদুল হক হায়দারী মাহামুদ মিঞা।
এসময় উপস্থিত ছিলেন, ১ নং ওয়ার্ড সদস্য মো. জাহির আলী, ৫ নং ওয়ার্ড সদস্য সুজন আলী, মহিলা সদস্য রোসনারা বেগম, মনোয়ারা বেগমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকগণ, ইমাম, রাজনৈতিক নেতৃবৃন্দগণ।
সভায়, সরকার নতুন উদ্যোগ সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে বিস্তারিক আলোচনা করা হয়।
Leave a Reply