মোঃ শাহিন শওকত জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ ।
শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালিগঞ্জ পাইকারটোলা গ্রামের মৃত খলিল উদ্দীনের ছেলে কালু চামাবাজারে আটা বিক্রির সময় প্রতিপক্ষ ব্যাবসায়ীর আঘাতে গুরুতর আহত হয়েছেন । তথ্য সূত্রে জানা যায় শ্যামপুর ইউনিয়ন পরিষদের পার্শে চামাবাজার নামক স্থানে প্রতি রবিবার ও বৃহস্পতিবার বিকালে হাট লাগানো হয় তারই ধারাবাহিকতায় গত রবিবার হাটে আটা বিক্রি করতে যায় কালু । স্থানীয় সূত্রে জানা যায় আতাউর ও কালু পাশাপাশি আটা বিক্রি করতে করতে কথা কাটাকাটির এক পর্যায়ে আতাউর তার বসার কাঠের তৈরি পীড়া দিয়ে কালুর মাথার উপরে অসৎ উদ্দেশ্যে আঘাত করলে সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে কালু সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করে করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন। হতদরিদ্র কালু তার পরিবারের একমাত্র উপার্জন কারী। কালুর পরিবারের সদস্যরা বলেন আমাদের পথে বসা ছাড়া কোন পথ নেই। কালুর পরিবার ও তার এলাকাবাসী বলেন আমরা সবাই সঠিক বিচার চাই।
Leave a Reply