মো মিজানুর রহমান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম উদ্যোগে কুরআন খতম, দোয়া এবং ২০০০ হাজার শতাধিক দুঃস্থ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলা চেয়ারম্যানের নিজস্ব বাসভবনের দোয়া মাহফিল ও দুঃস্থ অসহায় মানুষের মাঝে এ খাবার বিতরণ করা হয়।
সৈয়দ নজরুল ইসলাম বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপরিবার সহ নিহত সকল শহীদদের রূহের মাগফেরাত কামনা করেন। ইতোমধ্যে ১৫ আগস্টের নৃশংস হত্যাকাণ্ডের কিছু খুনীদের ফাঁসির কার্যক্রম সম্পন্ন করায় নেতারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসীকতার প্রশংসা করে এবং পাশাপাশি পলাতক বাকি খুনীদের অতিদ্রুত দেশে ফিরিয়ে এনে তাদের ফাঁসি কার্যকর করার জন্য সরকারের কাছে জোর দাবী জানান।
দোয়ার মাধ্যমে আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
Leave a Reply