মো মিজানুর রহমান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র শেখ কামালের ৭৪তম জন্মদিন শিবগঞ্জে পালিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার প্রশাসনের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র এবং বাংলাদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হায়াত ।
শিবগঞ্জ উপজেলা প্রাঙ্গণে শেখ কামালের প্রতিকৃতিতে শনিবার সকাল ১০টায় পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সম্মেলন কক্ষে শেখ কামালের জীবন আদর্শ তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার ভূমি মো জুবায়ের হোসেন , শিবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া,শিবগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা শিউলি বেগম, শিবগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো আরিফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোছাম্মদ উম্মে সুমাইয়া, শিবগঞ্জ থানা ইনচার্জ মো চৌধুরী জুবায়ের আহমেদ, সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধিরা,বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply