মো মিজানুর রহমান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আপন মামির সঙ্গে পরকীয়ার জেরে যুবকের হাতের কব্জি কর্তনের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। গত মঙ্গলবার আহত যুবক রুবেলের ছোট ভাই আব্দুর রাকিব ১০জনের নাম উল্লেখ্য করে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করলে থানা পুলিশ মঙ্গলবার রাতে এজাহারভুক্ত একজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলা শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি গ্রামের মৃত আয়েশ মন্ডলের ছেলে মোঃ মোশারফ হোসেন (৪৯)।
আহত রুবেলের ছোট ভাই ও মামলার বাদী আব্দুর রাকিব জানান, গত মঙ্গলবার আমার ভাই রুবেল হোসেনের হাতের কব্জি বিচ্ছিন করার ঘটনায় আমি বাদি হয়ে শিবগঞ্জ থানায় ১০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছি। আমার আহত রুবেল ভাইয়ের শারীরিক অবস্থা আশঙ্কা জনক হলে উন্নতি চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছে।
শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ চৌধুরী জুবায়ের আহাম্মদ জানান, মঙ্গলবার রুবেলের হাতের কব্জি দ্বীখন্ডিত করার ঘটনায় তাঁর ছোট ভাই আব্দুর রাকিব বাদী হয়ে একটি এজাহার দায়ের করেন। এরই প্রেক্ষিতে অভিযান চালিয়ে এজাহার ভুক্ত একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শিবগঞ্জে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের সোনামসজিদ ডিগ্রি কলেজপাড়া এলাকায় আপন মামির সঙ্গে পরকীয়ার জেরে যুবক রুবেল আলীর হাত থেকে কব্জি বিচ্ছিন্ন করে প্রতিপক্ষরা। এরই প্রেক্ষিতে রুবেলের ছোট ভাই শিবগঞ্জ থানায় আব্দুর রাকিব ১০জনের নাম উল্লেখ্য করে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করলে থানা পুলিশ মঙ্গলবার রাতে এজাহারভুক্ত একজনকে গ্রেফতার করলে মোঃ মোশারফ হোসেন নামে এই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।
Leave a Reply