মোঃ মিজানুর রহমান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
যথাযোগ্য মর্যাদায় শিবগঞ্জ মহান বিজয় দিবস পালিত হচ্ছে। দিবসটি পালনে আজ শনিবার সূর্যোদয়ের সাথে সাথে শিবগঞ্জ উপজেলা স্মৃতি সৌধ চত্বরে তোপধ্বনীর মাধ্যমে কর্মসূচীর শুরু হয়।
পরে স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এ এম এফ আবু সুফিয়ান , উপজেলা পরিষদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত মোঃ গোলাম কিবরিয়া ,উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ জুবায়ের হোসেন, শিবগঞ্জ থানা ওসি মো সাজ্জাদ হোসেন, শিবগঞ্জ উপজেলা বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ড মোঃ বজলাল রশিদ সোনু,উপজেলা বাস্তবায়ন প্রকল্প বিষয় মোঃ আরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোছা উম্মে সুমাইয়া, উপজেলা কৃষি অফিসার মোঃ শরিফুল ইসলাম, জেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ শাহিন আক্তার,সহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, শিবগঞ্জ গৌড় প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণী পেশা মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়াও দিনটি পালনে শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় উপজেলা স্টেডিয়ামে জাতীয় পাতকা উত্তোলন, কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনাসহ নানা কর্মসূচীর আয়োজন করা হয়েছে।
Leave a Reply