মোঃ মিজানুর রহমান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
শিবগঞ্জ মেয়র কাপ টি- ২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২ মার্চ ) সকাল 10.00 ঘটিকায় শিবগঞ্জ উপজেলা স্টেডিয়াম মাঠে খেলার উদ্বোধন করেন শিবগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ মনিরুল ইসলাম ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ শিক্ষা বিষয়ক সম্পাদক মো মতিউর ইসলাম , শিবগঞ্জ পৌরসভার ৫ ন ং ওয়ার্ড কাউন্সিলর মো আজিজুল ইসলাম, শিবগঞ্জ বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মিঠু খান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহিল বাকী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
শিবগঞ্জে মেয়র কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট আটটি দলের অংগ্রহণে খেলা অনুষ্ঠিত হবে। উদ্বোধণী অনুষ্ঠানে খেলায় অংশ গ্রহণ করেন রহনপুর ক্রিকেট একাদশ ও নাককাটিতলা ক্রিকেট একাদশ অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে শিবগঞ্জ পৌরসভার মেয়র মনিরুল ইসলাম বলেন, যুব সমাজকে সুস্থ রাখতে এবং মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। মাদকের অভিশাপ থেকে যুবসমাজকে মাঠে ফিরিয়ে আনতে ক্রিকেট টুর্নামেন্টের এ উদ্যোগ প্রশংসার দাবী রাখে।
Leave a Reply