মো মিজানুর রহমান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
শিবগঞ্জ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকাল ১১ টায় প্রধানমন্ত্রী কর্তৃক মসজিদ ভারচুয়াল উদ্বোধন উপলক্ষে শিবগঞ্জ উপজেলা নব নির্মিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কক্ষে এক সভার আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক,মোঃ এ,কে,এম গালিব খান , মাননীয় সংসদ সদস্য ৪৩ চাঁপাইনবাবগঞ্জ ১ আসন শিবগঞ্জ ডা সামিল উদ্দিন আহমেদ শিমুল, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত, শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার ভূমি মোঃ জুবায়ের হোসেন, শিবগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, উপজেলা বাস্তবায়ন প্রকল্প অফিসার মোঃ আরিফুল ইসলাম, শিবগঞ্জ থানা ইনচার্জ মো চৌধুরী জুবায়ের আহমেদ, শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আতিকুল ইসলাম টুটুল খান, সহ মসজিদের ইমাম মোয়াজ্জিন গণ উপস্থিত ছিলেন।
শিবগঞ্জ উপজেলা সেলিমাবাদ খাঁনপাড়া এলাকায় দৃষ্টিনন্দন এই মসজিদ নির্মাণ করা হয়। মসজিদটিও নির্মিত হয় তিন তলা । এতে মসজিদে ১ হাজার ৫০০ মুসুল্লি একসংগে নামাজ আদায় করতে পারবেন।
এসব মসজিদে রয়েছে, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র,অটিজম কর্ণার, মিটিং রুম,ইসলামিক লাইব্রেরি, মেইন প্রেয়ার রুম, টিচার্স রুম, ইমাম রুম,গেস্ট রুম,মক্তব, হিফজখানা, কিচেন, ডায়নিং রুম, ডেড বডি ওয়াস রুম সহ শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থাসহ অজু ও নামাজের জন্য আলাদা জায়গা রয়েছে।
Leave a Reply