স্টাফ রিপোর্টার
সোহরাব আহামেদ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র্যাব-বিজিবির যৌথ অভিযানে ভারতীয় ট্রাক সহ ১হাজার ২’শ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।
মঙ্গলবার রাত পৌনে ৮টার দিতে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী কলোনীপাড়া তালতলা বাজারে র্যাব কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে ও ৫৯ বিজিবি এর যৌথ অভিযানে ফেন্সিডিল ১ হাজার ২’শ বোতল সহ ভারতীয় ১ টি ট্রাক উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার রাতে র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ২নং শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী কলোনীপাড়া তালতলা বাজারের হাফেজ হাইয়ুল হক এর গৌড় ইন্টারন্যাশনাল পাথর আমদানী রপ্তানীকরন স্টক ইয়াট এর সামনে সোনামসজিদ হতে চাঁপাইনবাবগঞ্জগামী পাঁকা রাস্তার উপর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে র্যাব এবং ৫৯ বিজিবি এর যৌথ অভিযানে ফেন্সিডিল ১২০০(বারশত) বোতল সহ ভারতীয় ০১ টি ট্রাক উদ্ধার করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্ত এলাকায় পাথড় বোঝাই ভারতীয় ট্রাকে ফেন্সিডিলের একটি বড় চালান আসা সংক্রান্ত গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের আভিযানিক দল অপারেশন পরিচালনা করে। অপারেশনে ট্রাকটি শনাক্ত করা গেলেও র্যাব এর উপস্থিতি টের পেয়ে চালক পালিয়ে যায়।
৫৯ বিজিবি এর সহায়তায় ভারতীয় ট্রাকটি জব্দ করে তল্লাশি করে পাথড়ে লুকানো অবস্থায় ১২০০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply