মো মিজানুর রহমান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সরকারি বেদখল পুকুরে অভিযান চালিয়ে ১ লাখ ১২ হাজার টাকার মাছ উদ্ধার করেছে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন।
শুক্রবার (১১ মার্চ) রাত ৩টার দিকে উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের পারদিয়াড় এলাকার একটি সরকারি পুকুরে অভিযান চালিয়ে মাছগুলো উদ্ধার করা হয়।
উদ্ধার মাছ সকালে নিলামের মাধ্যমে ১ লাখ ১২ হাজার ৩০ টাকায় বিক্রি করা হয়েছে।
শিবগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন ঢাকা মেইলকে বলেন, অবৈধভাবে স্থানীয় কিছু দখলদার পুকুরটি দখল করে ভোগ করছিল। এতে রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছিল সরকার।
গত ১৫ ফেব্রুয়ারি পুকুরটি স্থানীয় দখলদারদের কাছে থেকে উদ্ধার করা হয়। আর গতকাল রাত তিনটার দিকে ওই পুকুরে মাছ ধরে। সকালে ১ লাখ ১২ হাজার ৩০ টাকায় বিক্রি করা হয়েছে।
আগামীকাল রোববার (১২ মার্চ) চালানের মাধ্যমে সরকারি কোষাগারে এই টাকা জমা দেওয়া হবে।
Leave a Reply