মো মিজানুর রহমান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
জাতির পিতা বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করার জন্য যুদ্ধে অংশ নিয়েছিল বলেই আজ আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি বলে মন্তব্য করেছেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হায়াত । তিনি বলেন, দেশের স্বাধীনতা সংগ্রামে বীর মুক্তিযোদ্ধাদের অবদান অপরিসীম। বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়ে আজ আমরা স্বাধীনতার পাশাপাশি বাংলাদেশ নামের একটি স্বাধীন দেশ পেয়েছি। তাদের এই আত্মত্যাগের মূল্য কিছুতেই শোধ হবে না।
রবিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০:৩০ মিনিট শিবগঞ্জ উপজেলা প্রাঙ্গনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শিবগঞ্জ উপজেলা পরিষদের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে,
প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য ৪৩ চাঁপাইনবাবগঞ্জ ১ আসনের ডা সামিল উদ্দিন আহমেদ শিমুল, মুখ্য আলোচক শিবগঞ্জ উপজেলা সাবেক কমান্ডার ও মুক্তিযোদ্ধা সংসদ মোঃ বজলার রশিদ সোনু, স্বাগত বক্তব্য শিবগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো আবুল হায়াত, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা শিউলি বেগম, চাঁপাইনবাবগঞ্জ জেলার সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মান্নান, শিবগঞ্জ উপজেলা সাবেক সহকারি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মশিউর রহমান বাচ্চু সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের ফুলের স্টিক দিয়ে বরণ করা হয়। শিবগঞ্জ উপজেলা পরিষদের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়।
Leave a Reply