মো মিজানুর রহমান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
শিবগঞ্জে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর
স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে আনুষ্ঠানিকভাবে জুলিও কুরি শান্তি পদক তুলে দেয়ার ৫০ বছর পুর্তি উদযাপন করেছে শিবগঞ্জ উপজেলা প্রশাসন। দিবসটি উদযাপনে গত মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিত ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তি ও বর্তমান বিশ্ব প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো আবুল হায়াত, শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো আরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, উপজেলা মহিলা বিষয়ক অফিসার উম্মে সুমাইয়া,সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মো আবুল হায়াত বলেন, বঙ্গবন্ধু শুধু বাংলাদেশেরই নয়, তিনি ছিলেন বিশ্ব বন্ধু। তিনি বিশ্বের নিপীড়িত ও নির্যাতিত মানুষের নেতা ছিলেন। ন্যায় ও নীতির পক্ষে ছিল তাঁর দৃঢ় অবস্থান। বিশ্ব শান্তি-সম্প্রীতির অনন্য নেতৃত্ব ছিলো তাঁর মধ্যে। অবিসংবাদিত এই নেতার জুলিও কুরি শান্তি পদক অর্জন ছিল তাঁর অসাধারণ চিন্তা-চেতনা এবং কাজের আন্তর্জাতিক স্বীকৃতি।
সৈয়দ নজরুল ইসলাম বলেন, সবার প্রতি বন্ধুত্ব, কারো প্রতি শত্রতা নয়- বঙ্গবন্ধুর পররাষ্ট্র নীতির এ দর্শন ছিল প্রশংসনীয়। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর দর্শন অনুসরণ করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সরকারের এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলকে একযোগে কাজ করতে হবে।
Leave a Reply