মোঃ মিজানুর রহমান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রোববার (১৭ মার্চ) সকালে শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর মুর্যালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে আলোচনাসভা, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতি অনুষ্ঠান।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম আবু সুফিয়ান, সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ৪৩ শিবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা সামিল উদ্দিন আহম্মেদ শিমুল।
উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া , উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুবায়ের হোসেন , শিবগঞ্জ থানা ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেন ,মহিলা ভাইস চেয়ারম্যান মোসা: শিউলি বেগম , উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোসা উম্মে সুমাইয়া , বীর মুক্তিযোদ্ধা মোঃ বজলুর রশিদ সোনু , বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কুদ্দুস সহ উপজেলা আওয়ামী লীগের, কৃষকলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ, শ্রমিক লীগ, সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন ।বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।
Leave a Reply