চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পুষ্কুনি এলাকায় পাওয়ার টিলার-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। বৃহষ্পতিবার দুপুরে কানসাট-চৌডালা সড়কের পুষ্কুনি নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শিবগঞ্জ পৌরসভাধীন স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার ধীরেন ভকতের ছেলে ততন ভকত(৩৩) ও শিবগঞ্জ উপজেলার গাজীপুর বারিক বাজার এলাকার মৃত ইসকত আলীর স্ত্রী খলেশ বেগম(৭০)।
শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের হোসেন জানান, যাত্রী বোঝাই একটি সিএনজি কানসাট অভিমুখে আসার সময় বিপরীত দিকে দ্রুত গতির একটি পাওয়ার টিলার যাওয়ার সময় পুষ্কুনি নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজির ২ যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। ঘটনাস্থলেই খলেশ বেগম(৭০)নামে এক নারী ও ততন ভকত ( ৪০) নামে একজন পুরুষ ঘটনাস্থলেই নিহত হয়। তিনি আরো বলেন ঘটনা ঘটার সময় সুযোগ বুঝে ট্রলি চালক ট্রলি নিয়ে পালিযে যায়। সংবাদ পাওযা মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠিযে লাশ উদ্ধার করা হয়েছে। লাশ দুটি ময়না তদন্তে পাঠানো জন্য প্রস্তুতি চলছে।
Leave a Reply