মো মিজানুর রহমান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
শিবগঞ্জ উপজেলা মাহে রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজার মনিটরিং করা হয়েছে।
শুক্রবার বিকাল উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হায়াত ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন ,কাঁচা বাজার, ফলের দোকান ও হোটেলগুলোতে মনিটরিং করেন।
এ সময় উপজেলা বাজার মনিটরিং কমিটির সদস্য শিবগঞ্জ থানা ইনচার্জ চৌধুরী জুবায়ের আহমেদ শিবগঞ্জ বণিক সমিতির সভাপতি মোঃ মিঠুর খান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এ সময় তারা সচেতনামূলক লিফলেট বিতরণ করেন। এছাড়া রমজান মাসে দ্রব্য মূল্যের দাম যাতে বৃদ্ধি না করা হয় এবং ভেজাল পণ্য বিক্রি করা না এ বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হায়াত জানান, পণ্য বিক্রিতে অতিরিক্ত মুনাফা ও পণ্য মজুদ করার বিষয়ে সচেতন করা হয়। এছাড়া ভেজাল পণ্য বিক্রির বিক্রির বিষয়ে কঠোরভাবে শর্তক করা হয়। নির্দেশনা অমান্য করলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে শাস্তি দেয়া হবে বলে তিনি জানিয়েছেন।
Leave a Reply