মোঃ মিজানুর রহমান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ শিবগঞ্জ গৌড় প্রেসক্লাবের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষকী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলা ডাক বাংলা চত্বর থেকে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি শিবগঞ্জ উপজেলা বাজার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা ডাক বাংলা চত্বরে এসে শেষ হয়। সেখানে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শিবগঞ্জ গৌড় প্রেসক্লাবের সভাপতি মো. মাইনুল ইসলাম লাল্টু সভাপতিত্বে সাধারণ সম্পাদক শামসুন্নাহার সোহানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম।
এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, ২৫০ শয্যা জেলা হাসপাতাল নবজাতক ও শিশু বিশেষাজ্ঞ ডা:মাহফুজ রায়হান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আরিফুল ইসলাম, উপজেলা সমাজ সেবা অফিসার কাঞ্চন কুমার দাস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক তোহিদুল আলম টিয়া, এসএটিভির জেলা প্রতিনিধি আহসান হাবিব, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা তসলিম উদ্দীন, শিবগঞ্জ প্রতিনিধি মোঃ সফিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাদিম হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মরত স্থানীয় সাংবাদিকবৃন্দ ও শিবগঞ্জ গৌড় প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply