মোঃ মিজানুর রহমান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
শিবগঞ্জ গভীর রাতে নির্বাচনী অফিসে দুর্বৃত্তদের আগুন
চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) সৈয়দ নজরুল ইসলাম নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গভীর রাতে দুর্বৃত্তরা এই আগুন দিয়েছে।
রবিবার (৩১ ডিসেম্বর) দিনগত রাত ২টার দিকে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মহিলা বাজার নির্বাচনী অফিসে এ অগ্নিসংযোগ ঘটে।
এই বিষয়ে জানতে চাইলে শিবগঞ্জ থানার কর্মকর্তা (ওসি) মোঃ সাজ্জাদ হোসেন বলেন, সৈয়দ নজরুল ইসলাম নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের খবর পেয়ে সকালে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ সময় নির্বাচনী অফিসের আগুনের আলামত পাওয়া গেছে। তবে আগুনে কেবল পিছনের অংশটুকুই পুড়েছে।
স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম এখন পর্যন্ত কোনো অভিযোগ দেননি। অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনার সৈয়দ নজরুল ইসলাম জানান, রবিবার দিনগত রাত আনুমানিক ২টার দিকে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের মহিলা বাজারে নির্বাচনী অফিসে আগুন দেওয়া হয়। এই ঘটনায় শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগে প্রস্তুতি চলছে।
Leave a Reply