মো মিজানুর রহমান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
শিবগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু কণ্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীক, কৃষক লীগ, মৎসজীবি লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কেক কাঁটা ও আলোচনা সভা শনিবার বিকাল ৪টায় শিবগঞ্জ বাজার কাড়িপট্টিতে অনুষ্ঠিত হয়েছে ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার আওয়ামী লীগের সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলার পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ আবু আহমেদ নজমুল কবির মুক্তা,ও সাধারণ সম্পাদক মো আতিকুল ইসলাম টুটুল খান, শিবগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো আব্দুল আউয়াল গুনি জোহা, শিবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি প্রশান্ত কুমার ও সাধারণ সম্পাদক মো গোলাম কিবরিয়া শিবগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ মানিক
সহ শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীক, কৃষক লীগ, মৎসজীবি লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিয়নের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
সৈয়দ নজরুল ইসলাম বলেন, ২০২৪ জানুয়ারিতে যে নির্বাচন হবে। দেশের উন্নয়নের স্বার্থেই জনগণের ভোটেই আওয়ামীলীগ সরকার জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে আবারো প্রতিষ্ঠিত হবে। তিনি বলেন, আওয়ামীলীগে বিরোধ নেই। নেতৃত্বের প্রতিযোগিতা আছে। কিন্তু নৌকার ক্ষেত্রে আমরা সবাই এক। নৌকার মনোনয়ন যেই পাক, আমরা তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।
Leave a Reply