আহসান হাবীব রনি,(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদক, গবাদি পশু, ট্রান্সফরমার, বৈদ্যুতিক মিটার, ইজি বাইক চুরি ও ছিনতাই প্রতিরোধকল্পে কমিউনিটি পুলিশিং সভা হয়েছে। শনিবার বিকালে মোবারকপুর ইউনিয়নের টিকোরী বাজারে শিবগঞ্জ থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সভায় মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহামুদুল হক হায়দারী মাহমুদ মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: সাজ্জাদ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন, মোবারকপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ ইসাহাক আলী, শিবগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ মোজাম্মেল হক, নামোটিকোরী আলিম মাদ্রাসার শিক্ষক আলহাজ্ব আব্দুস সালাম, ইউপি সদস্য জাহির আলী, মানোয়ারা বেগম, রোশনারা বেগম, আসিয়া বেগম অন্যরা।
সভায় মাদক, গবাদি পশু, ট্রান্সফরমার, বৈদ্যুতিক মিটার, ইজি বাইক চুরি ও ছিনতাইয়ের বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
Leave a Reply