মো মিজানুর রহমান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
শিবগঞ্জ উপজেলা উজিরপুর ইউনিয়নের এতিম ও অসচ্ছলদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জিকে ফাউন্ডেশনের আয়োজনে সোবহান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ -সভাপতি ও শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শিবগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তোসিকুল ইসলাম টিসু, চাঁপাইনবাবগঞ্জ জেলার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আব্দুল আউয়াল গনি জোহা, উজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দুরুল হুদা, উপজেলা ছাত্রলীগের সভাপতি সমিউল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ হিল বাকী, পৌর ছাত্রলীগের সভাপতি আলীরাজ ও সাধারণ সম্পাদক রকি ইসলাম ডলারসহ স্থানীয় আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এতিম ও অসচ্ছল শিশুদের সঙ্গে কুশল বিনিময় ও খোঁজ খবর নেন সৈয়দ নজরুল ইসলাম করেন।
তিনি বলেন আজ আমার বাবা,মা দুনিয়াতে নেই আমরা উত্তরসুরী হিসেবে বাবার দেখানো পথ চলে অসহায় মানুষের পাশে থাকতে চাই। আপনারা আমার বাবার জন্য ও আমার পরিবারের জন্য দোয়া করবেন আমরা যেন সব সময় এভাবেই মানুষের পাশে থাকতে পারি।
Leave a Reply