মো মিজানুর রহমান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
শিবগঞ্জ উপজেলা আজ যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ সকাল ১০টায় উপজেলা মহিলা বিষয়ক অফিসের আয়োজনে বর্ণাঢ্য র্যালী বের হয়। শিবগঞ্জ উপজেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালী শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই জায়গায় এসে শেষ হয়।র্যালী শেষে উপজেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন মাননীয় সংসদ সদস্য ৪৩ চাঁপাইনবাবগঞ্জ ১ ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল, বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা শিউলি বেগম, স্বাগত বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা উম্মে সুমাইয়া, অনুষ্ঠানের সভাপতি তো করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো আবুল হায়াত,সহশিবগঞ্জ উপজেলার বিভিন্ন দপ্তরের সম্মানিত কর্মকর্তাবৃন্দ; নারী উদ্যোক্তাবৃন্দ; বিভিন্ন ক্যাটাগরির সুবিধাভোগীগণ, এনজিও প্রতিনিধিগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Leave a Reply