মো মিজানুর রহমান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
শিবগঞ্জ উপজেলা বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শিবগঞ্জ আওয়ামী লীগ পার্টি অফিসে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মো আহসান হাবিব সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাবেক সাংগঠনিক সম্পাদক এ আর শামসুল রহমান বাবু, শিবগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও শিবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো কারিবুল হক রাজিন,উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত, উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। এ ধারা অব্যাহত রাখতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে আবারো নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় আনতে হবে।
বক্তারা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের রেজিস্টেশনের দাবি জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনা সুদৃষ্টি কামনা করেন।
Leave a Reply