চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অনলাইন প্লাটফর্ম জুমে নারী উদ্যোক্তাদের নিয়ে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসন ও তথ্যকেন্দ্র শিবগঞ্জের আয়োজনে উপজেলা হলরুমে ৫০ জন নারী উদ্যোক্তাদের নিয়ে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে অনলাইন (জুম অ্যাপস)’র মাধ্যমে
উপস্থিত ছিলেন উপজেলা তথ্য সেবা কর্মকর্তা ফৌজিয়া আক্তার, প্রশিক্ষক রুবেল আলি, তথ্য আপা সহকারী শারমিন আক্তার ও নারেফা খাতুন প্রমুখ।
সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, পিছিয়ে পড়া নারী সমাজকে এগিয়ে নিয়ে যেতে সরকারের পাশাপাশি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে ‘শিবগঞ্জ তথ্যকেন্দ্র’ সরকারের নানা পর্যায়ের সুবিধা ও সেবা প্রদানে নারীদের নিয়ে কাজ করছে তথ্য আপা। তথ্য আপা’র কাছে গেলে সকল সেবা একস্থানে পাওয়া যায় একেবারে বিনাপয়সায়।
প্রান্তিক সকল নারীকে সেবা গ্রহণের জন্য তথ্য আপার কাছে যাওয়ার পরামর্শ দেয়া হয়। তথ্যকেন্দ্রে নারীদের বিনামূল্যে প্রেশার, ডায়াবেটিস পরিমাপ করা হয়। মূলত ৬টি ক্ষেত্রে সেবা দেয়া হয়। এগুলো হলো শিক্ষা, স্বাস্থ্য, আইন, ব্যবসা, কৃষি ও জেন্ডার।
Leave a Reply