মোঃ মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি আঁখ মিল পুড়ে ছাই হয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। শুক্রবার বেলা ২টার দিকে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের মোবারকপুর উপরটোলা গ্রামের বোরার বিলে আম বাগানে অবস্থিত একটি আঁখ মিলে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকান্ডে আঁখের মিল মালিকের প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থ মালিকের। তবে, ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানান, এই অগ্নিকান্ডের তাদের ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
মোঃ সামাদ আলী বলেন, আমরা ১২টার পরপর জুম্মার নামাজের জন্য মিল থেকে বাড়ি উদ্দেশ্যে চলে যায়। আর ১টা ২০মিনিটে মিলে আসলে দেখি আগুন লেগে গেছে। তা দেখে আমি ৯৯৯-এ ফোন দিয়ে ফায়ার সার্ভিসকে সংবাদ দেয়।
আঁখের মিল মালিক মোবারকপুর গ্রামের মোঃ কামাল হোসেন জানান, জুম্মার নামাজ আদায় করার জন্য আমরা মিলের সকল কাজ বন্ধ করে মসজিদে যায়। কিন্তু চুলায় আগুন বাসাতের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে আশপামের কলা বাগানসহ বিভিন্ন মিলের যন্ত্রাংশ ও পাশে রাখা খড়-খঁড়ি পুড়ে যায়।
তিনি আরো জানান, আম বাগান, কলাবাগান এবং একটি চার্জার ভ্যান সহ প্রায় সাড়ে ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি নিঃস্ব হারা হয়ে গেছি, আমি চোখে কিছু দেখতে পারছি না। আমি মনে হয় আর বাঁচবো না, আমার সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
এব্যাপারে শিবগঞ্জ ফায়ার সার্ভিস অফিসের ফায়ার ফাইটার কাদেরী কিবরিয়া জানান, সংবাদ পাওয়া মাত্র ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে আনি। এ অগ্নিকান্ডে মিল মালিকের ২ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে। তবে, ঘটনাস্থল থেকে প্রায় ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
এদিকে, শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম জানান, ইউপি চেয়ারম্যানের প্রতিবেদন পেলেই ক্ষতিগ্রস্থদের সহযোগিতা করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply