ফরিদপুর জেলা প্রতিনিধি
লোকনাথ ব্রহ্মচারীর ১৩৩ তম তিরোধান দিবস উপলক্ষে চৌধুরী বাড়িতে ধর্মীয় সংগীত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত এ ধর্মীয় সঙ্গীত শেষ হয় প্রায় বারোটা নাগাদ ।
নন্দন শিল্প গোষ্ঠীর পরিবেশনায় এতে বিভিন্ন ধরনের সংগীত পরিবেশন করেন প্রায় ২৫ জন সংগীতশিল্পী।
মঞ্চেতারা ধর্মীয় বিভিন্ন ধরনের সংগীত পরিবেশন করেন। উল্লেখযোগ্য সংখ্যক দর্শক শ্রোতা এ অনুষ্ঠান উপভোগ করেন।
অনুষ্ঠানে শিল্পী বৃন্দ হচ্ছেন রণদা প্রসাদ সাহা, অঞ্জলি দাস,
জয়া বিশ্বাস, মনীষা সরকার প্রতাপ শর্মা, রিতিক সাহা প্রীতি দাস, রূপকথা সাহা জুঁই বিশ্বাস কাজল,
ঝুমা সাহা
পূর্না সাহা, আরাধ্য সাহা, জিৎ,
সাজু
চৈতি
অন্বেষা,
দোলন বিশ্বাস জুই সাহা,
আন্না কাজী, মুরাদ রহমান, প্রাপ্তি পাল প্রতিমা সেন,
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সুর লহড়ী সংগীত নিকেতনের কর্মকর্তা পপিশীল
অনুষ্ঠান সঞ্চালনা করেন কাজল।
Leave a Reply