তানোর প্রতিনিধি: রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী এমপি ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে আওয়ামী লীগ থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোটের মাঠে মিথ্যাচার করে প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
এবার এ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থীর বিরুদ্ধে লড়ছেন তানোর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, গোলাম রাব্বানী ও জেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী আখতারুজ্জামান আক্তার। এছাড়া নতুন মুখ আয়েশা আক্তার ডালিয়া ও চিত্র নায়িকা মাহিয়া মাহি। এদের মধ্যে গোলাম রাব্বানীর প্রতীক কাঁচি ,আখতারুজ্জামান আক্তার ঈগল, আয়েশা আক্তার ডালিয়া বেলুন,মাহিয়া মাহি ট্রাক প্রতীক নিয়ে লড়ছেন আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী এমপি ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে।
অভিযোগ উঠেছে,এসব স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনী মাঠে প্রচারণায় নেমে একাধারে এমপি ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অনৈতিক অকাথ্য ভাষা প্রয়োগ করে নির্বাচনী মাঠে মিথ্যাচার করে যাচ্ছেন। নেতাকর্মীদের অভিযোগ,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রতীক বরাদ্দের পর থেকে একাধারে মাঠে নেমে এমপি ওমর ফারুক চৌধুরীর নামে বিভিন্ন অকাথ্য ভাষা ব্যবহার করে প্রচারণা চালাচ্ছেন স্বতন্ত্র প্রার্থীরা। এতে করে স্বতন্ত্র প্রার্থীদের মিথ্যাচারে ব্যাপক ক্ষিপ্ত হয়ে উঠেছে তানোর-গোদাগাড়ীর আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী সমর্থকরা।
ফলে যেকোন সময় বড় ধরনের সংঘর্ষ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে নৌকার কর্মী ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে। ইতিমধ্যে দেখা গেছে, আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী এমপি ওমর ফারুক চৌধুরী কে নিয়ে নির্বাচনী মাঠে চিত্র নায়িকা মাহিয়া মাহি বেফাঁস বক্তব্যে ব্যবহার করে প্রচারণা করায় নৌকার এক কর্মী থেমে থাকতে না পেরে প্রচন্ড ক্ষোভ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাহিয়া মাহি কে জুতা পিটা করার কথা বলেছে। যা রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এবিষয়ে জানতে স্বতন্ত্র প্রার্থীদের কারো বক্তব্য পাওয়া যায়নি। তফসিল অনুযায়ী, আগামী ৫ জানুয়ারি প্রচারণার শেষ দিন ও ৭ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
সারোয়ার হোসেন
২৯ডিসেম্বর /২০২৩ইং
০১৭৬০-৮৫৭৯৮৮
Leave a Reply