তানোর প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পরপরই রাজশাহী-১ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী এমপি ওমর ফারুক চৌধুরী গোদাগাড়ী উপজেলা থেকে প্রচারণা শুরু করেছেন। সোমবার বিকেলে গোদাগাড়ী (ফিরোজ চত্বর) ডাইংপাড়া মোড় থেকে শুরু করেন নৌকার ভোট চেয়ে এ প্রচার-প্রচারণা। এসময় এমপি ওমর ফারুক চৌধুরীর সাথে প্রচারনায় উপস্থিত ছিলেন, গোদাগাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র অয়েজ উদ্দিন বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আব্দুর রশীদ,গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম,দেওপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল প্রমূখ। জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো নৌকা মার্কার বিজয় করার জন্য এমপি ওমর ফারুক চৌধুরী গোদাগাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সাথে মতবিনিময় করে তার জন্য নৌকা মার্কায় ভোট চান।
সারোয়ার হোসেন
১৮ ডিসেম্বর /২০২৩ইং
০১৭৬০-৮৫৭৯৮৮
Leave a Reply