স্টাফ রিপোর্টার
সোহরাব আহমেদ
শিবগঞ্জের বিনোদপুর ৫৩নং সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে সম্প্রীতি ব্যাডমিন্টন খেলা এবং মাদক মুক্ত সমাজ গড়ার উদ্দেশ্যে খেলার শুভ উদ্বোধন করা হয়। সভাপতিত্ব করেন:বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান (বাচ্চু)।
মরহুম সম্প্রীতি ব্যাডমিন্টন খেলোয়ারদের স্মরণে দোয়া করা হয়।মৃ:সাইদুর রহমান,জামাল উদ্দিন (টিয়া),আসাদুল আলম,মাঈনুল হাবিব (কেটু) তাদের আত্মার মাগফেরাত কামনা করে।
প্রধান অতিথি : জামিল উদ্দিন সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ বিনোদপুর ইউনিয়ন শাখা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:সাদিকুল ইসলাম (পুটু)অধ্যাপক,ছত্রাজিতপুর আলাবর্কস কলেজ,আলতাব হোসেন সহসভাপতি,আওয়ামী লীগ বিনোদপুর ইউনিয়ন শাখা,মো:রাকিব সহকারী শিক্ষক লছমানপুর সরকার প্রাথমিক বিদ্যালয়,মো:খাইরুল ইসলাম সহকারী শিক্ষক বিনোদপুর বালিকা উচ্চ বিদ্যালয়,মাহবুব হাসান (লিটন) সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ বিনোদপুর ইউনিয়ন শাখা,অসিম কামাল তাজ সাবেক, সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ বিনোদপুর ইউনিয়ন শাখা,আবু রায়হান (সবুজ) সাবেক,সহসভাপতি শিবগঞ্জ উপজেলা শাখা,সোহানুর রহমান (লিপটন) বিশিষ্ট ব্যবসায়ী, ভাই ভাই মার্কেট,আনারুল ইসলাম,বিনোদপুর অগ্রহনী ব্যাংক।
সঞ্চালনায় ছিলেন :সোহেল স্যার প্রভাষক,বিনোদপুর মহাবিদ্যালয়।জাহাঙ্গীর আলম (বাবু) যুগ্ম সাধারণ সম্পাদক,আওয়ামী যুবলীগ বিনোদপুর ইউনিয়ন শাখা।
আরও উপস্থিত ছিলেন: সম্প্রীতি ব্যাডমিন্টন ক্লাবের সকল সদস্যবিন্দু, সেলিম,শহীদ,নাসিম উদ্দিন, আবু তাহির, তনজিত।
মাদককে না বলুন খেলায় এগিয়ে আসুন অন্যদের সাহায্য করুন।
Leave a Reply