স্টাফ রির্পোটার
সৌরাব আলি সাংবাদিক।
শিবগঞ্জ উপজেলার বিনোদপুর কলেজে সম্মানিত ৫ জন শিক্ষকদের বিদায় ও সংবর্ধনা দেওয়া হয়।
বিদায় সম্মানিত শিক্ষক, আবুল কাসেম সহকারী অধ্যাপক ব্যবস্থাপনা, তোরিকুল ইসলাম সহকারী অধ্যাপক অর্থনীতি, মফিজ উদ্দীন প্রভাষক ইতিহাস,আব্দুল্লাহ আল মামুন প্রদর্শক মনোবিজ্ঞান,মোসা:নাসিমা আক্তার অফিস সহকারী।
প্রধান অতিথি ছিলেন :মোহা: মৌলুদুল ইসলাম সাবেক,সাধারণ সম্পাদক, বিনোদপুর কলেজ।
বিশেষ অতিথি ছিলেন :জনাব, মহা:রুহুল আমিন সাবেক, অধ্যক্ষ, বিনোদপুর কলেজ,জনাব,বজলার রহমান সাবেক, উপাধ্যক্ষ বিনোদপুর কলেজ,জনাব, ডা:রফিকুল ইসলাম (নভেল) সভাপতি, বিনোদপুর কলেজ, জামিল উদ্দিন সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ বিনোদপুর ইউনিয়ন শাখা, আরো উপস্থিত ছিলেন মাহাবুব হাসান লিটন সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ বিনোদপুর ইউনিয়ন শাখা।
সভাপতিত্ব করেন জনাব, মুহা:সেফাউর রহমান অধ্যক্ষ,বিনোদপুর কলেজ।
সঞ্চালনা করেন : নাদিম হাসান(সোহেল) স্যার।
আয়োজনে: বিনোদপুর কলেজ শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ।
সকল বিদায় শিক্ষকদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন প্রধান অতিথি ও সকল শিক্ষকবৃন্দ দোয়া ও মোনাজাত করা হয়।
Leave a Reply