স্টাফ রিপোর্টার
সোহরাব আহমেদ
শিবগঞ্জের বিনোদপুর বাজারের বঙ্গবন্ধু মার্কেটে ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
প্রো:মো অসিম হোসেন এজেন্ট ব্যাংকিং ব্র্যাক ব্যাংক বিনোদপুর শাখা।
উপস্থিত ছিলেন : শরীফুল ইসলাম ডুডু সভাপতি বাংলাদেশ আওয়ামী যুবলীগ বিনোদপুর ইউনিয়ন শাখা, রফিকুল ইসলাম (ফটিক), যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ বিনোদপুর ইউনিয়ন শাখা,কালু মামা ব্যবসায়ী, আতাউর রহমান (সুমন) সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামী যুবলীগ শিবগঞ্জ উপজেলা শাখা,নাদিম হোসেন প্রো:স্মৃতি টেলার্স,আলহাজ্ব বাদশা,ডা:আমিনুল ইসলাম (চুটু),আজম আলি সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ বিনোদপুর ইউনিয়ন শাখা,এই ব্র্যাক এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন করা হয়।
হেড অফ এজেন্ট ব্যাংকিং শাখার অফিসার বিন্দুরা এরিয়া ম্যানেজার আউটলেট পরিচালকসহ আরও অনেক উপস্থিত ছিলেন।
সব ধরনের ব্যাংকিং কার্যক্রম ও সহযোগিতা নিয়ে ব্রাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বিনোদপুর শাখা। এখন সকল কার্যক্রম শুরু করা হল।
উক্ত শুভ উদ্বোধনি অনুষ্ঠানে, দোয়া মোনাজাত করে বাজারের বিশিষ্ট ব্যবসায়ীরা, শিক্ষক, মুক্তিযোদ্ধা,সাংবাদিক,বিনোদপুর বাজারের ব্যবসায়ীগণ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply