নিজস্ব প্রতিবেক, দুর্গাপুর:
সারাদেশে বিএনপি’র হরতাল অবরোধ সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে তারুণ্যের অগ্রযাত্রা ও শিক্ষাজীবন বিঘ্নিত ও শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে দুর্গাপুরে ছাত্র সমাজের মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহীর দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে ৮ নভেম্বর বুধবার দুর্গাপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেডিকেল মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দুর্গাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল খানের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ আতিকুর রহমান রিপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের মাননীয় সংসদ সদস্য প্রফেসর ডা. মো. মনসুর রহমান।
উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুর রাজ্জাক, রাজশাহী জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ বাচ্চু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি বানেছা বেগম, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগ কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য ও প্রভাষক আমিনুল হক টুলু, আওয়ামী লীগ নেতা আবু হানিফ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছালিমুদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর হোসেন, দুর্গাপুর উপজেলা কৃষকলীগের আহ্বায়ক কমিটির যুগ্ন আহবায়ক গোলাপ হোসেন, পৌরসভার যুবলীগের সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক আবুল বাসার, পৌরসভার ছাত্রলীগের আহ্বায়ক সোহেল রানা, যুগ্ন আহবায়ক মেহেদী হাসান নিঝুম, ইসরাফিল আলম, ইমতিয়াজ জামান অয়ন, পৌরসভার ছাত্রলীগ নেতা আল আমিন, ফায়সাল আহম্মেদ, মুকতার হোসেন আলিফ, জনি আহম্মেদ, সহ দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, যুব মহিলা লীগ সহ সহযোগী সকল অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply