ফরিদপুর জেলা প্রতিনিধি
বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন( বিএমএ) ফরিদপুর জেলা শাখার উদ্যোগে সংগঠনের সভাপতি ডাঃ আ, স,ম জাহাঙ্গীর চৌধুরী টিটু’র সভাপতিত্বে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল দশটায় ফরিদপুর শহরের শহীদ সুফী সড়কস্থ বিএমএ ভবনের কনফারেন্স কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন। এতে অন্যান্যদের মধ্যে বিএমএ ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ মোঃ মাহফুজুর রহমান (বুলু), যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ অপূর্ব কান্তি বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক ডাঃ বিজয় কুমার সাহা, কোষাধ্যক্ষ ডাঃ নকুল রঞ্জন সরকার প্রমূখ উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথির ভাষণে ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন,
বর্তমান সরকার চিকিৎসা ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করেছেন। এখনো যে সমস্ত সমস্যা রয়েছে তা সমাধানের চেষ্টা অব্যাহত রয়েছে। চিকিৎসকদের আন্তরিক ও সততার সাথে অর্পিত দায়িত্ব পালনের আহবান জানান। দায়িত্ব পালনে কোন রকম গাফলতি সহ্য করা হবে না বলে উল্লেখ করেন তিনি।
Leave a Reply