মোঃ সারোয়ার হোসেন অপু
বিশেষ প্রতিনিধি,
“ইঁদুরের দিন হবে শেষ,গড়বো সোনার বাংলাদেশ “এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছী উপজেলায় ইঁদুর নিধন অভিযান ২০২৩ উপলক্ষে উদ্ধোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার বেলা ৩ ঘটিকায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে উদ্ধোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সাবাব ফারহান এর সভাপত্বিতে ইঁদুর নিধন অভিযান উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ আলপনা ইয়াসমিন, সঞ্চালনা করেন উপজেলা উপ-সহকারী কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন।
অন্যান্যদের মধ্যে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী প্রকৌশলী মোঃ মখলেছুর রহমান,উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজীব আহমেদ ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ইমরান আলী।
এসময় উপজেলা কৃষি অফিসার মোঃ সাবাব ফারহান বলেন,ইঁদুর ছোট প্রাণী হলেও এর ক্ষতির পরিমাণ ব্যাপক। ইঁদুর উৎপাদিত ফসলের ২০-৩০ ভাগ ক্ষতি করে থাকে। ইঁদুরের শত্রু, পেঁচা, গুঁইসাপ, বনবিড়াল, বেজি এদের আবাসস্থল নষ্ট হয়ে যাওয়ায় এর উপদ্রব দিন দিন বাড়ছে। তিনি আরও বলেন, ভবিষ্যতে আমাদের দেশে সাপের খামারের সংখ্যা বৃদ্ধি পেলে হয়তো ইঁদুর দ্বারা ক্ষতির পরিমান অনেকটা কমে আসবে। ইঁদুর নিধনে সবাই সচেতন হলে ব্যাপক ক্ষতির হাত থেকে আমরা রক্ষা পাবো।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সর্বোচ্চ সংখ্যক ইঁদুর মারার জন্য স্থানীয় কৃষক সনাতন এর হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
Leave a Reply