ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল ফয়েজ শাহানে ওয়াজ এর সভাপতিত্বে শহরের স্বাধীনতা চত্ত্বরে আজ শুক্রবার সকাল সাড়ে সাতটায় বাংলা নববর্ষ -১৪৩০ উদযাপিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ শাহজাহান,
জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা পৌর মেয়র অমিতাভ বোস, সহ ফরিদপুরের বিভিন্ন পর্যায়ের সাংস্কৃতিক অঙ্গনের ব্যাক্তিবর্গ।
বর্ষবরণ অনুষ্ঠানে বক্তারা বাংলা নববর্ষ উদযাপনের মাধ্যমে একটি অসাম্প্রদায়িক, শুভবুদ্ধি সম্পন্ন ও সংস্কৃতি মনা বুদ্ধিবৃত্তিক জাতি গঠনের অঙ্গীকার ব্যাক্ত করেন। তারা অতিতের সমস্ত প্রকার গ্লানি ও জরাজীর্ণতাকে পেছনে ফেলে শুভ ও মঙ্গলময় আগামীর প্রত্যাশা করেন।
Leave a Reply