ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুর শহরের গোয়ালচামটের মদনগোপাল আঙ্গিনায় শনিবার সকালে চন্দ্রকান্ত দেবনাথ স্মৃতিফলক উন্মোচন করা হয়েছে।
চন্দ্রকান্ত দেবনাথ ৫৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবারের সদস্যরা এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন শ্রী রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী সুরবরানন্দ।
তিনি চন্দ্রকান্ত নাথ তার স্ত্রী স্নেহ লতা নাথের মূর্তি উদ্বোধন করেন।
এ উপলক্ষে শ্রীমৎ ভাগবত গীতা পাঠ, আলোচনা সভা,ভোগ আরতি পরে মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল।
চন্দ্রকান্ত নাথ এর পরিবারের সদস্যবৃন্দ বিকাশ চন্দ্রনাথ, নির্মল চন্দ্রনাথ, পিনাকী চন্দ্রনাথ নীল নাথ, আকাশ নাথ,পরমা নাথ, পলিনাথ রাখি নাথ ও আখিনাথ।
অনুষ্ঠানের প্রথম পর্বে তার জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয় এবং তার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এর আগে সার্বজনীন হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের মন্দির মতুয়া মহা সংঘ ফরিদপুর পৌরসভা শাখার উদ্যোগে নগর কীর্তন পরিবেশিত হয়।
উল্লেখ করা যেতে পারে চন্দ্রকান্ত নাথ সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ, সারদা সুন্দরী উচ্চ বালিকা বিদ্যালয়, মদন গোপাল মন্দির, শ্রী শ্রী শিব মন্দির, কালা মৃধা গোবিন্দ উচ্চ বিদ্যালয় শ্রী শ্রী শিব মন্দিরসহ একাধিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
Leave a Reply