ফরিদপুর জেলা প্রতিনিধি
দেশব্যাপী বিএনপি জামাতের নৈরাজ্য ও অগ্নি সন্ত্রাসের প্রতিবাদ ফরিদপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও আজ বিকেল চারটায় অনুষ্ঠিত হয়।
পৌর আওয়ামী লীগের আহবায়ক সাহিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলটি শহরের আলিপুরের শেখ রাসেল ক্রীড়া কমপ্লেক্স থেকে বের হয়। এরপরে ফরিদপুর প্রেস ক্লাবের এসে পৌঁছলে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
শহর আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট তুষার কুমার দত্ত সভাপতিত্বে এ বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক কে এম খায়রুউদ্দিন মিরাজ, ফরিদপুর পৌরসভার, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর হানিফ শেখ ফরিদপুর পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর কুদ্দুসুর রহমান, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সম্পাদক সুমন মজুমদার, যুবলীগ নেতা মাহফুজুর রহমান হিমেল, সমরেশ মজুমদার প্রমূখ।
এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন সারাদেশে বিএনপি-র জামাত চক্র নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এদেশে বিএনপি জামাতের কোন অপতৎপরতা চলতে দেয়া যাবে না ।
তারা বলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক এবং সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফের নেতৃত্বে জেলা আওয়ামী লীগ আজ ঐক্যবদ্ধ।
বক্তারা আগামী বছর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কার্যক্রমের ধারা অব্যাহত রাখার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
এর আগে বিক্ষোভ সমাবেশ সফল করতে শহরের বিভিন্ন স্থান থেকে একাধিক মিছিল সমাবেশ স্থলে এসে উপস্থিত হয়।
Leave a Reply